বাবর আজমের রেকর্ডের ম্যাচে সমতায় ফিরল পাকিস্তান

সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে বাবর আজমকে ফিরিয়েছিল পাকিস্তানের নির্বাচকেরা। তবে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে পারেননি বাবর আজম। দ্বিতীয় ম্যাচে আর ব্যর্থ হননি এ তারকা ব্যাটার। ৯ রান করে টি-টুয়েন্টি ইতিহাসের সবেচেয়ে বেশি রানের মালিক হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

বাবর আজমের রেকর্ডের দিনে সাউথ আফ্রিকার বিপক্ষে বড় জয় তুলেছে পাকিস্তান। সফরকারী প্রোটিয়াদের ৯ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা এনেছে স্বাগতিকেরা। ম্যাচসেরা হয়েছেন পেসার মোহাম্মদ সালমান মির্জা।

সমীকরণ ছিল আর মাত্র ৯ রান করলে টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক হবেন বাবর। ছাড়িয়ে যাবেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মার ৪২৩১ রান। এদিন আর সমর্থকদের হতাশ করেননি বাবর। ১১ রান করে অপরাজিত থেকে টপকে গেছেন রোহিতের রানকে, তার রান এখন ৪২৩৪ রান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। সালমান মির্জা ও ফাহিম আশরাফের বোলিংতোপে পড়ে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় ডনোভান ফেরেইরার দল। সর্বোচ্চ ২৫ রান করেন ডিওয়াল্ড ব্রেভিস, ১৫ রান আসে ফেরেইরার থেকে। পাকিস্তানের পেসার ফাহিম আশরাফ নেন ৪ উইকেট, ৩ উইকেট নেন সালমান। দুটি উইকেট পান নাসিম শাহ।

জবাব দিতে নেমে ঝড়ো ব্যাট করেন শাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। ফারহান ২৮ করে আউট হলেও সাইম আইয়ুব ৭১ রানে অপরাজিত থাকেন। ১১ রানে অপরাজিত থাকেন বাবর আজম। একমাত্র উইকেটটি নেন করবিন বস। ৯ উইকেটের বড় জয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে পাকিস্তান।