স্পোর্টস এডিটর
সাড়ে ১০ মাস পর টি-২০ ক্রিকেটে ফিরে শূন্য রানে মাঠ ছেড়েছিলেন পাকিস্তানি তারকা বাবর আজম। তবে রানে ফিরতে বেশি সময় নেননি এই ব্যাটার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচেই রান পেয়েছেন বাবর আজম। তাতেই রাজার মুকুট মাথায় ওঠেছে তার।
শুক্রবার প্রোটিয়াদের সঙ্গে অপরাজিত ১১ রানের ইনিংস খেলার সময় ইতিহাস গড়েছেন তিনি। ভারতীয় তারকা রোহিত শর্মাকে টপকে টি-২০তে সর্বোচ্চ রানের সিংহাসনের মালিক এখন বাবর আজম।
টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড
বাবর আজম- ৪২৩৪ রান (১২৩ ইনিংস)
রোহিত শর্মা- ৪২৩১ রান (১৫১ ইনিংস)
ভিরাট কোহলি- ৪১৮৮ রান (১১৭ ইনিংস)
টি২০ ক্রিকেটে এতদিন সেরার দৌড় ছিল বিরাট কোহলি, রোহিত শর্মা ও বাবর আজমের মধ্যে।
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে মাত্র এই ৩ জন ব্যাটসম্যানই ৪ হাজারি ক্লাবের সদস্য।
এই তালিকায় নিজেকে সবার ওপরে রেখেই টি-২০ ক্রিকেটকে বিদায় বলেছিলেন রোহিত শর্মা। বিরাট কোহলিও গুডবাই বলে দিয়েছেন কুড়ি ওভারের খেলাকে।
ফলে বাবর আজমই যে টি২০ তে সর্বোচ্চ রানের মালিক হবেন, তা সহজেই অনুমান করা যাচ্ছিল। কিন্তু ক্রিকেট ভক্তদের সে আশায় ধাক্কা দিয়েছিল তার বাজে ফর্ম।
ব্যাট হাতে ধুঁকতে থাকা বাবর একপর্যায়ে পাকিস্তান দল থেকেও বাদ পড়েন। ফলে তার রেকর্ড অধরা থাকার শঙ্কাও তৈরি হয়।
তবে ১০ মাস পর মাঠে ফিরে সব সংশয় দূর করে দিয়েছেন তিনি। ৪২৩৪ রান করে তিনিই এখন টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক।
