ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত

অনিশ্চয়তাই বাস্তবে রুপ নিল। ঢাকা-নয়াদিল্লী সম্পর্কের প্রভাব পড়েছে দুই দেশের ক্রিকেটে।

দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশ সফর স্থগিত করেছে ভারত।

আগস্ট মাসে দুই দলের মাঠের লড়াই শুরু হওয়ার কথা ছিল।

৩টি ওয়ানডে ও ৩টি টি-২০ ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ-ভারতের।

শনিবার দুই দেশের ক্রিকেট বোর্ডই সিরিজ স্থগিতের তথ্য জানিয়েছে।

স্থগিত সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে আয়োজনের বিষয়ে একমত হয়েছে বিসিবি ও বিসিসিআই।

বাংলাদেশে গেল আগস্টে সরকার পরিবর্তনের পর থেকেই প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক বিরোধ বেড়েছে।

দুই দেশেই পরস্পরবিরোধী মনোভাব বাড়ায় সিরিজটি নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা ছিল।