গাজায় প্রতি ৩ জনের একজন ‘না খেয়ে দিন কাটাচ্ছে’

যুদ্ধবিধ্বস্ত গাজায় খাবারের সংকটে জীবনের ঝুঁকিতে পড়েছে ফিলিস্তিনবাসী।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি- ডব্লিউএফপি জানিয়েছে, গাজার বাসিন্দাদের প্রতি ৩ জনের একজনই না খেয়ে দিন কাটাচ্ছেন।

ইসরায়েলের হামলা শুরুর পর গাজায় কোন কোন খাদ্যপণ্যের দাম কয়েক হাজার গুণ বেড়ে গেছে।

ডব্লিউএফপি বলছে, গাজার প্রায় পৌঁণে ৫ লাখ মানুষ ‘ভয়াবহ ক্ষুধার মুখোমুখি’।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গাজায় এখন রুটি বানানোর আটার দাম যুদ্ধ শুরুর আগের তুলনায় ৩ হাজার গুণ বেড়ে গেছে।

যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে এখন রান্নার জন্য তেলও পাওয়া যাচ্ছে না।

ডব্লিউএফপি জানিয়েছে যে, তারা গাজায় কিছু খাবার পাঠালেও ২০ লাখের বেশি মানুষের বেঁচে থাকার জন্য তা খুবই কম।

সংস্থাটি ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি প্রতিদিন কমপক্ষে ১০০টি ত্রাণ ট্রাক পাঠানোর অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে।