পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলার অভিযোগ প্রত্যাখান ভারতের

পাকিস্তানের সেনা সদস্যের লক্ষ্য করে চালানো আত্মঘাতি বোমা হামলায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে ভারত।

শনিবার পাকিস্তানের ওয়াজিরিস্তানে এই হামলায় বহু হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে ভারতের দিকে অভিযোগ তোলা হয়েছে।

একদিন পর এই অভিযোগ প্রত্যাখান করে পাল্টা বিবৃতি দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স-এ এক বিবৃতিতে বলেছেন, “আমরা পাকিস্তান সেনাবাহিনীর একটি সরকারী বিবৃতি দেখেছি, যেখানে ওয়াজিরিস্তানে হামলার জন্য ভারতকে দোষারোপ করা হয়েছে।

“আমরা এই বিবৃতিকে অবমাননার সাথে প্রত্যাখ্যান করছি।”

শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি সামরিক কনভয়ে আঘাত করে।

এতে অন্তত ১৩ জন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৯ জন।

পাকিস্তান তালেবানের সঙ্গে সম্পৃক্ত সন্ত্রাসী গোষ্ঠী ফিতনা-আল-খাওয়ারিজ হামলার দায় স্বীকার করেছে।

২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক সহিংস হামলা হচ্ছে।

খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সরকারের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠীগুলির হামলায় চলতি বছরেই প্রায় ২৯০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা কর্মকর্তা।

এসব ঘটনায় পাকিস্তান সরকার তালেবানের বিরুদ্ধে সন্ত্রাসীদের সহায়তার অভিযোগ করে আসছে।

তালেবান অভিযোগ অস্বীকার করলেও এসব ঘটনায় পাকিস্তানের সঙ্গে ধর্মীয় গোষ্ঠিটির সম্পর্ক তলানিতে নেমেছে।