ইসরাইলে হামলায় ইরান এবার নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড ব্যবহার করেছে।
ইসরায়েলের অবসরপ্রাপ্ত কর্নেল ওফির কোহেন জানান, ইরান আজ নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ওয়ারহেড ব্যবহার করেছে, যা বিস্ফোরণের সময় একটানা বিস্ফোরণ না ঘটিয়ে বাতাসে ছড়িয়ে পড়ে। পরে বহু ক্ষুদ্র বোমায় বিভক্ত হয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করে।
এই ওয়ারহেডটি খোররামশাহর-৪ নামক ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হয়েছে বলে জানান ওই ইসরাইলি সাবেক কর্নেল।
এই ক্ষেপনাস্ত্রের ওভারহেড আঘাতের পরিধি ও ধ্বংসক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয় বলে ধারণা করছেন সমর বিশ্লেষকরা।