সাকিবের প্রশংসায় যা বলছেন হংকং অলরাউন্ডার, পাচ্ছেন না ভয়

এশিয়া কাপে হংকংয়ের বাংলাদেশের মুখোমুখি হওয়ার এখনও অনেক বাকি। তার আগেই বাংলাদেশ নিয়ে মুখ খুলেছেন হংকংয়ের অলরাউন্ডার নিজাকাত খান। এ ব্যাটিং অলরাউন্ডার বলছেন, সাকিব তার প্রিয় খেলোয়াড় এবং বাংলাদেশের মুখোমুখি হতেও ভয় পাচ্ছেন না তারা।

বাংলাদেশের সংবাদ মাধ্যমে হংকংয়ের নিজাকাত খান সাকিব আল হাসানকে নিয়ে বলেছেন, ‘সাকিব আল হাসান আমার পছন্দের একজন খেলোয়াড়। এবার তিনি দলের সাথে নেই। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে তিনি আমার পছন্দের। সাকিব আল হাসান বিশ্বসেরা একজন খেলোয়াড় যিনি এখনও ভালো পারফর্ম করে যাচ্ছেন।’

এবারও বাংলাদেশের মুখোমুখি হবে হংকং। ২০১৪ সালে টি-টুয়েন্টিতে বাংলাদেশকে হারানোর সুখস্মৃতির কথা স্মরণ করেছেন তিনি। নিজাকাত বলেন, ‘ঐ দিনটা বিশেষ। বাংলাদেশে খেলে বাংলাদেশকে হারানো সহজ নয়। ওই ম্যাচটি এখনও আমার স্পষ্ট মনে আছে। এটা আমাদের জন্য স্মরণীয় একটি দিন।’

‘সত্যি বলতে, ম্যাচ নিয়ে কোনো শঙ্কা নেই। যদি ম্যাচের দিনে ভালো খেলতে পারি, তাহলে জিততে পারবে। শক্তিশালী বা দুর্বল যে দলই হোক না কেন। অতীতেও এটাই ঘটেছে।
আমরা আফগানিস্তানকে হারিয়েছি, আমরা বাংলাদেশকেও হারিয়েছি। আমরা ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি’

সংযুক্ত আরব আমিরাতে হওয়া এবারের আসরে বাংলাদেশসহ মোট ৮টি দল অংশগ্রহণ করছে। লিটন দাসের দল খেলছে গ্রুপ ‘বি’তে। তাদের অন্যান্য প্রতিপক্ষরা হল হংকং, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসরের যাত্রা শুরু বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে দ্বিতীয় ম্যাচ এবং ১৬ তারিখ টিম টাইগার্স আফগানিস্তানের বিপক্ষে খেলবে গ্রুপপর্বের শেষ ম্যাচ।