ভারতের ওড়িশায় পুরীর রথযাত্রায় পদদলিত হয়ে অন্তত ৩ জন মারা গেছেন।
এছাড়া গরম ও ভীড়ের চাপে ৭৫০ জন অসুস্থ হয়ে পড়েছেন, যাদের ১২ জনকে আইসিইউতে নেয়া হয়েছে।
এই ঘটনায় ভারতে ধর্মীয় উৎসবে ভীড় সামলানো নিয়ে অব্যবস্থাপনার চিত্র আরেকবার সামনে এলো।
হিন্দু ধর্মের অনুসারীদের কাছে পুরীর রথযাত্রা বিশেষ গুরুত্ব পেয়ে থাকে। ফলে এই রথযাত্রায় শামিল হতে লাখ লাখ মানুষ ছুটে আসেন।
আর এই ভীড়ের চাপেই অনেকে অসুস্থ হয়ে পড়েন।
জগন্নাথদেবের রথ ঘিরে রোববার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে গুন্ডিচা মন্দিরের কাছে তীব্র ভীড় দেখা দেয়।
রথগুলো মন্দিরের দিকে যাওয়ার সময় ভীড়ের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়।
এক পর্যায়ে বেশ কয়েকজন রথ যাত্রী পড়ে যান। তাদের মধ্যে ৩ জন পদপিষ্টে মারা যান।
যাদের ২ জন নারী, নিহত পুরুষের বয়স ছিল সত্তরের বেশি।
প্রত্যক্ষদর্শী চিন্ময় পত্র দাবি করেছেন, পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল না।
ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন ঘটনা তদন্ত করে কারও অবহেলা পাওয়া গেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।