ইসলামাবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর নিয়ে পাকিস্তানের টেলিভিশনের সংবাদ ব্যাপক হাস্যরস তৈরি করেছে।
সেপ্টেম্বরে ট্রাম্প পাকিস্তান সফর করবেন- সূত্রের বরাদ দিয়ে বৃহস্পতিবার এমন একটি খবর দেয় দেশটির কয়েকটি টেলিভিশন চ্যানেল।
মুহূর্তেই এই খবর পাকিস্তান জুড়ে ব্যাপক আলোচনা তৈরি করে।
অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যে, এ বিষয়ে হোয়াইট হাউসের কর্মকর্তাদেরও কথা বলতে হয়েছে।
হোয়াইট হাউজ ট্রাম্পের ইসলামাবাদ সফরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছে।
একই বক্তব্য এসেছে ইসলামাবাদের মার্কিন দূতাবাস থেকে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাফকাত আলী খানও সফরের বিষয়ে সরকারি কোন তথ্য না থাকার কথা জানিয়েছেন।
এরইমধ্যে নিউজ চ্যানেলগুলো তাদের সংবাদ ছড়িয়ে নিয়েছে, যা নিয়ে ব্যাপক হাস্যরস তৈরি হয়েছে।
ফেসবুকে অনেকেই একে ‘কেলেংকারি’ আখ্যা দিয়ে বলছেন, ট্রাম্পের মত হাই-প্রোফাইল ব্যক্তিকে নিয়ে সংবাদ প্রকাশে পাকিস্তানের টিভিগুলোর আরও দায়িত্বশীল হওয়া উচিত।
কেউ কেউ বলছেন, সংবাদ সরিয়ে নেয়ার মাধ্যমে টেলিভিশনগুলো প্রমাণ করেছে যে তারা ভিত্তিহীন সূত্রের মাধ্যমে সংবাদ তৈরি করতে চেয়েছিল।