ট্যুরিস্ট ভিসায় মালদ্বীপে কাজের ‘সুযোগ’, সতর্ক করলো হাইকমিশন

সাইফুল ইসলাম, মালে

মালদ্বীপে বৈধ উপায়ে কাজের সুযোগ কমে যাওয়ার পর নানা বিকল্প পদ্ধতি খুঁজে দেশটির শ্রমবাজারে ঢুকছেন বাংলাদেশিরা।

ভ্রমণ ভিসায় ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটিতে এসে কাজে যোগ দিচ্ছেন তারা।

এ ধরণের তৎপরতায় যারা জড়িত, তাদের সতর্ক করে দিয়েছে মালের বাংলাদেশ হাইকমিশন।

এই সতর্কবার্তা এমন সময় এলো, যখন মালদ্বীপে অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলছে।

ভ্রমণ ভিসায় মালদ্বীপে বৈধ ভাবে কাজ করার যে সুযোগ নেই, সেই বার্তাটিই নতুন বিজ্ঞপ্তিতে আবার স্মরণ করিয়ে দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্রমণ ভিসায় মালদ্বীপে এসে ওয়ার্ক ভিসা পাওয়ার সুযোগ নেই।

মালদ্বীপ সরকারের চলমান অভিযানে যেসব অভিবাসী ধরা পড়ছেন, তাদের মধ্যে অবৈধ বাংলাদেশিরাও রয়েছেন। ধরা পড়ার পর তাদের বিভিন্ন শাস্তির মুখে পড়তে হচ্ছে, পড়ছেন অর্থনৈতিক ক্ষতিতেও।

শাস্তির বিষয়ে সতর্ক করে বাংলাদেশ হাইকমিশন বলছে, “ভ্রমণ ভিসায় মালদ্বীপে এসে কাজ করার চেষ্টা করলে জেল ও জরিমানা হতে পারে।”

হাইকমিশনকে এ ধরণের সতর্কবার্তা নিয়মিতভাবে দিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মালদ্বীপ প্রবাসীরা।

মালের প্রবাসী জাহাঙ্গীর আলম মনে করেন, অবৈধভাবে বাংলাদেশিদের মালদ্বীপে আসা ঠেকানো না গেলে ভবিষ্যতের জন্য ঝুঁকি তৈরি হতে পারে।

বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এখানে তো আপনাকে নিয়ম মানতে হবে। কিছু প্রবাসী এস ফাঁকফোকর খুঁজে সবাইকে বিপদে ফেলতে যাচ্ছে। এভাবে চললে বৈধভাবে মালদ্বীপ আসা চিরদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে।

“আমাদের পর্যটকরা তেমন ঝামেলা ছাড়াই অন-এরাইভাল ভিসায় মালদ্বীপে ঘুরে যাচ্ছে। সেখানে কেউ কেউ যদি থেকে যায়, তাহলে তো সামনে আমাদের জন্যও ট্যুরিস্ট ভিসাও বন্ধ করে দিতে পারে।”