টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর

টাঙ্গাইলে বীর উত্তম কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। মধ্যরাতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতির বাড়িতে হামলার ঘটনা ঘটে।

বাসার নিরাপত্তাকর্মী জানিয়েছেন, ১০-১৫ জনের একটি দল ইট-পাটকেল নিক্ষেপ করে এবং গেইট টপকে বাড়ির ভেতরে ঢুকে ২টি গাড়ি ভাংচুর করে।

এসময় কাদের সিদ্দিকী বাসায়ই অবস্থান করছিলেন। হামলার পর স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

হামলায় জড়িতদের ধরতে তদন্তে নামার কথা জানিয়েছে টাঙ্গাইল থানা পুলিশ।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসম সাহসী ভূমিকা রাখা কাদের সিদ্দিকী ‘বঙ্গবীর’ নামেই বহুল পরিচিত। তার নেতৃত্বাধীন কাদেরিয়া বাহিনী পাকিস্তানি বাহিনীর জন্য আতংক হয়ে দাঁড়িয়েছিল।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচক কাদের সিদ্দিকী অন্তর্বর্তী সরকারের আমলেও বিভিন্ন বিষয়ে সরব রয়েছেন। বিশেষ করে বিভিন্ন গোষ্ঠীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যের জবাব দিয়ে আসছেন তিনি।

সম্প্রতি ঢাকায় ‘মঞ্চ ৭১’ এর অনুষ্ঠান থেকে তার লতিফ সিদ্দিকীকে আটক করে পুলিশ।