অসুখের সঙ্গে দীর্ঘ লড়াই শেষ হলো ফরিদা পারভীনের, খাঁচা খসে পড়ার দিনে জীবনের গান থামালেন শিল্পী।
বাংলা সঙ্গীতে যারা অমরত্ব ছুঁয়েছেন, তাদের একজন ফরিদা পারভীন। তার কন্ঠে লালনের গান বিশ্বজুড়ে শ্রোতাদের কাছে অনন্য এক সাংস্কৃতিক প্রতীকে রুপ নেয়।
১৯৫৪ সালে নাটোরে জন্মগ্রহণ করেন উপমহাদেশের বিখ্যাত এই শিল্পী। শনিবার ঢাকার একটি হাসপাতালে জীবনাবসান হয় তার।
ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ শারিরীক নানা সমস্যায় ভুগছিলেন। চলতি মাসের শুরুতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হওয়ার পর চিকিৎসায় আর সাড়া দিচ্ছিলেন না শিল্পী, পরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। শনিবার চিকিৎসকদের তৎপরতা থামে, দুনিয়ার জীবন শেষ করেন ফরিদা পারভীন।
