ভারতের শুল্কনীতি নিয়ে আবারো সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বলেছেন, ভারত শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রকে হত্যা করেছে। আবার নতুন করে শুল্ক আরোপ না করতে ও শুল্কের চাপ কমাতে ওয়াশিংটনকে প্রস্তাব দিয়েছে দিল্লি। দুই দেশের বাণিজ্য, শুল্ক যুদ্ধ ও ভারতের চীন সফরকে কেন্দ্রে করে এমন মন্তব্য করেন ট্রাম্প।
মঙ্গলবার দ্য স্কট জেনিংস রেডিও শোতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। এসময় তিনি বলেন, তারা (ভারত) আমাদের বিরুদ্ধে শুল্ক আরোপ করে। চীন আমাদের শুল্ক দিয়ে শেষ করে দিচ্ছে। ভারত আমাদের শুল্ক দিয়ে হত্যা করছে। ব্রাজিলও তাই করছে।
ট্রাম্প আরও বলেন, ওদের চেয়ে শুল্কের বিষয়টা আমি ভাল বুঝেছি। পৃথিবীর যে কোনও মানুষের চেয়ে আমি ভাল ভাবে শুল্ক বুঝতে পেরেছি।’’
ভারত শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে বলে আবার দাবি করেছেন ট্রাম্প। বলেছেন, ‘‘সারা পৃথিবীতে সবচেয়ে বেশি শুল্ক নিত ভারত। আর এখন ওরা শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব দিচ্ছে। কোনও শুল্কই আর থাকবে না। যদি আমি শুল্ক আরোপ না করতাম, ওরা কখনও এই প্রস্তাব দিত না। ফলে শুল্ক খুবই দরকার।’’
এদিকে, আমেরিকার একটি আদালত ট্রাম্পের আরোপিত অনেক শুল্ককে বেআইনি বলে উল্লেখ করেছে। শুল্কগুলির উপর এখনও পর্যন্ত স্থগিতাদেশ জারি করা হয়নি। ট্রাম্প এই সংক্রান্ত মামলা মার্কিন সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার সময় পেয়েছেন।
ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার জন্য ‘শাস্তিমূলক’ এই শুল্ক। এখনও পর্যন্ত মার্কিন শুল্কের এই হারই সর্বোচ্চ।
