রোববার দেশজুড়ে আওয়ামী লীগের ৪ সংগঠনের হরতাল

রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা ‘সর্বাত্মক হরতাল’ ডেকেছে আওয়ামী লীগের ৪ সহযোগী সংগঠন।

এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশের রাজনীতিতে হরতাল কার্মসূচি ফিরে এলো।

হরতাল ডাকা সংগঠনগুলো হলো- যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ। এর মধ্যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে।

সংগঠন ৪টি বলছে, গোপালগঞ্জ ‘গণহত্যার’ প্রতিবাদে তারা হরতাল পালন করবে।

এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে গোপালগঞ্জে অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

আলাদা এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার আওয়ামী লীগ দাবি করেছে, গোপালগঞ্জে আইনশৃঙ্খলাবাহিনী ‘নির্মম-নির্যাতন’ চালাচ্ছে।

হরতালের কারণ হিসেবে ৪টি সংগঠন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতাদের বিচার কার্যক্রম বাতিল ও অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিও জানিয়েছে।