আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে, এমন কিছু বস্তু সঙ্গে না রাখতে বলেছে পুলিশ।
আরবি বছরের প্রথম মাস মহররমের ১০ তারিখকে মুসলমানরা আশুরার দিন হিসেবে পালন করে।
ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দিনটিতে শিয়া মতাদর্শের অনুসারীরা তাজিয়া শোক মিছিল বের করে।
পুরান ঢাকা, মোহাম্মদপুর, মিরপুরসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিলের মাধ্যমে আশুরা উদযাপন করে শিয়ারা।
এই মিছিলে শোকের প্রতীক হিসেবে বিভিন্ন ধারালো বস্তু দিয়ে শরীর রক্তাক্ত করার ঐতিহ্য রয়েছে।
তবে ২০১৫ সালে ঢাকায় জঙ্গি তৎপরতা বাড়ার পর থেকে পুলিশ তাজিয়া মিছিলেও কড়াকড়ি আরোপ করে আসছে।
নিরাপত্তা নিশ্চিতে এ বছরও মিছিলে পটকা, আতশবাজি, ধাতব ও দাহ্য পদার্থ এবং চাকু ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
বুধবার পুরান ঢাকার হোসেনি দালান পরিদর্শনে গিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, আশুরার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
জঙ্গি ও অন্যান্য নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম মনিটরিং করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “তাজিয়া মিছিলের সামনে-পেছনে ও মাঝখানে, পেছনে পুলিশের স্পেশাল ফোর্স থাকবে।”
আশুরাকে কেন্দ্র করে কোনরকম নিরাপত্তার ঝুঁকি নেই বলেও দাবি করেছেন তিনি।