সংস্কার প্রস্তাব বিএনপি কেন্দ্রীক হয়ে পড়েছে: চরমোনাই পীর

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের কথা বলছে, সেগুলো এখন বিএনপি কেন্দ্রীক হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন, যিনি দেশটিতে ‘চরমোনাই পীর’ নামে অধিক পরিচিত।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম জুলাই ঘোষণাপত্র না দেয়া, রাষ্ট্র সংস্কারে দলগুলোর একমত না হওয়া ও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়ার সমালোচনা করেছেন।

“রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতাকেন্দ্রিকতা প্রকট হয়ে উঠেছে। চাঁদাবাজী, দখলবাজী এখনো চলমান। চাঁদার দাবীকে রাতভর নির্যাতন করা, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করার মতো বর্বরতা এখনো বিদ্যমান। অথচ নির্বাচন নির্বাচন করে সংস্কার ও বিচারের দাবীকে আড়াল করে দেয়া হয়েছে।”

দক্ষিণ এশিয়ার দেশটিতে আগামী জাতীয় নির্বাচন কখন হবে, তা এখনো নিশ্চিত নয়।

দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দ্রুত সময়ে নির্বাচনের দাবি করে আসলেও কয়েকটি দল এর বিরোধিতা করছে।

এরই মধ্যে লন্ডনে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক করে ফেব্রুয়ারিতে ভোটগ্রহণের কথা বলেছেন প্রধান উপদেষ্টা।

এই বৈঠকের প্রসঙ্গ টেনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বিবৃতিতে বলেন, “লন্ডন বৈঠকের পরে সংস্কার প্রস্তাব বিএনপি কেন্দ্রীক হয়ে পড়েছে। তারা একমত না হলে সেই প্রস্তাব আর অগ্রসর হচ্ছে না।

“পিআরের মতো একটি বিষয় অধিকাংশ রাজনৈতিক দল একমত হলেও কেবল একটি দলের জন্য বাস্তবায়ন করা যাচ্ছে না। অথচ স্বৈরতন্ত্র রোধে পিআর একটি পরীক্ষিত ও উত্তম পদ্ধতি।”

অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, “স্বৈরতন্ত্রের রাস্তা খোলা রেখে কারো চাপে সরকার নির্বাচন আয়োজন করলে ইতিহাসে তারা চির অপরাধী হয়ে থাকবে।

“সাংবিধানিক প্রতিষ্ঠাগুলোকে শক্তিশালী হতে হবে। এরপরে নির্বাচন নিয়ে কথা বলা যাবে। রাষ্ট্রকে ভঙ্গুর করে কোন দলকে ক্ষমতায় নেয়ার জন্য যেনতেন নির্বাচন আয়োজন করা হলে তার পরিনতি ভালো হবে না।”