র‍্যাব পরিচয়ে ‘কোটি টাকা ডাকাতিতে’ সাবেক পুলিশ ও সেনা সদস্য

ঢাকার উত্তরায় র‍্যাব পরিচয়ে আর্থিক প্রতিষ্ঠান নগদের এজেন্টের কাছ থেকে ১ কোটি ৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাদের কাছ থেকে প্রায় ৩৪ লাখ টাকা উদ্ধার করার তথ্য দিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য, এই দলের নেতৃত্বে আছেন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে র‌্যাব ও পুলিশের পরিচয় দিয়ে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করছিলেন অভিযুক্তরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কথা স্বীকার করেছেন, দাবি পুলিশের।

ডিএমপির উত্তরা অপরাধ বিভাগের ডিসি মহিদুল ইসলাম জানিয়েছেন, ১৪ জুন সকালে নগদের এজেন্ট আবদুল খালেক উত্তরার বাসা থেকে ৪ কর্মচারীসহ চারটি ব্যাগে ১ কোটি ৮ লাখ ১১ হাজার টাকা নিয়ে দুটি মোটরসাইকেলে উত্তরার নগদের অফিসে যাচ্ছিলেন।

পথে উত্তরা ১২ ও ১৩ নম্বর রোডের সংযোগস্থলে একটি কালো রঙের হাইয়েস মাইক্রোবাস তাদের গতিরোধ করে।

‘র‌্যাবের কালো কটি পরা ছয়-সাতজন হাতে অস্ত্র নিয়ে মাইক্রোবাস থেকে নামেন। এ সময় নগদের এজেন্টের কর্মচারীরা টাকার ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করলে দুষ্কৃতকারীরা ধাওয়া করে তিনজনকে মাইক্রোবাসে তুলে নেয়।

মহিদুল ইসলাম বলেন, ডাকাতরা তিনজনকে তুরাগ থানার ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন এলাকায় হাত-চোখ বেঁধে ফেলে রেখে টাকা ও পাঁচটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।