বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসার সাক্ষাৎকার বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ট্রাম্প প্রশাসন সোশ্যাল মিডিয়া প্রোফাইলের যাচাই-বাছাই বাড়ানোর কথা বিবেচনার পাশাপাশি আমেরিকার দূতাবাসগুলিকে স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের জন্য নতুন সাক্ষাৎকারের সময়সূচী না দেওয়ার নির্দেশ দিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও এর এ সংক্রান্ত নির্দেশনা মার্কিন দূতাবাসগুলোতে পৌঁছেছে।
মূলত যুক্তরাষ্ট্র এমন শিক্ষার্থীদের দেশটিতে প্রবেশ ঠেকাতে চাচ্ছে, যারা ইহুদি-বিরোধী পরিবেশ তৈরি করতে পারে। সেজন্য ফেইসবুক, টুইটারের মত মাধ্যমে স্টুডেন্ট ভিসার আবেদনকারীর কার্যক্রম যাচাই-বাছাই করতে চাইছে ট্রাম্প প্রশাসন।
বিশ্বের সব প্রান্তেই শিক্ষার্থীদের কাছে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার স্বপ্ন থাকে। উচ্চ শিক্ষা শেষে উন্নত জীবন বেছে নেওয়ার লড়াইয়ে অন্য অনেক দেশের তুলনায় যুক্তরাষ্ট্র পছন্দের তালিকায় এগিয়ে থাকে।
গণমাধ্যমের প্রতিবেদন বলছে, এখন থেকে স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে।
এমনকি ফেইসবুকে ফিলিস্তিনের পতাকা শেয়ার করা শিক্ষার্থী সন্ত্রাসবাদের অভিযোগে ভিসা বঞ্চিত হতে পারেন কিনা, সে প্রশ্নও এসেছে গণমাধ্যমে।