ভারত অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন করছে বলে অভিযোগ করেছেন দেশটির স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
কূটনীতিক ভাবে ঢাকা এর প্রতিবাদ জানিয়েছে দাবি করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “ইউএনএইচসিআর এর কার্ডধারী এবং অবৈধ যেসব ভারতীয়কে বাংলাদেশে পুশইন করা হয়েছে তাদেরকে অবশ্যই ফেরত পাঠানো হবে।”
মিয়ানমার সীমান্তের কিছু অংশ ছাড়া বাকি স্থল ও জলসীমা ভারতের সঙ্গে ভাগাভাগি করছে বাংলাদেশ।
শনিবার সকালে সুন্দরবন এলাকায় এক অনুষ্ঠানে সীমান্তে ভারতের কার্যক্রম নিয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন।
সেখানে মিস্টার জাহাঙ্গীর সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান।
“ভারত যেন পুশইন করতে না পারে সে বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে।”
পুশইন বিষয়ে উপদেষ্টার মন্তব্য, “কূটনীতিক নিয়মতান্ত্রিক উপায়েই বিষয়টির সমাধান চায় বাংলাদেশ।”