ইরানে ইসরায়েলের সঙ্গে আক্রমণে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির তিনটি পরমাণু কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ওয়াশিংটন।
ইরানের কর্তৃপক্ষ হামলার বিষয় জানালেও ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাওয়া যায় নি।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আমেরিকা ‘অত্যন্ত সফলভাবে’ আক্রমণ করতে পেরেছে।
যুক্তরাষ্ট্র ইরানের ফোরডো, নাতাঞ্জ ও ইস্পাহানের পরমাণু কেন্দ্রে বিমান হামলা করেছে, জানিয়েছেন ট্রাম্প।
তার পদক্ষেপে ইসরায়েলের নীতি-নির্ধারকরা প্রশংসা করে বলছেন, মার্কিন প্রেসিডেন্ট তার সাহসী নেতৃত্বের প্রমাণ দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর ট্রাম্পের প্রশংসা করলেও বিরোধীদের তোপের মুখে পড়েছেন ট্রাম্প।
ট্রাম্পের পদক্ষেপকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে তারা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসকে পাশ কাটিয়ে তেহরানে হামলায় নেমেছেন।
ইরান-যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনার মধ্যেই তেহরানে হামলা শুরু করেছিল ইসরায়েল। ইরানের পাল্টা জবাবের পর ওয়াশিংটনে যুদ্ধে জড়াতে চাপ দিয়ে আসছিল তেল আবিব।
তবে ইরান বরাবরই সতর্ক করে আসছিল যে, যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে এর পরিণতি হবে ভয়াবহ।
ট্রাম্পের পদক্ষেপের পর ইরান কি জবাব দেয়, তা-ই এখন দেখার বিষয়।
তবে সমর বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটন সম্ভবত একটি দীর্ঘ প্রাণঘাতি লড়াইয়ে জড়িয়ে পড়েছে।