চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং গেট বাজারের পূর্ব সীমা থেকে পূর্বদিকে রেলগেট পর্যন্ত রাস্তার উভয়পাশে আজ দুপুর ২টা থেকে আগামীকাল ১ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারার আদেশ জারি করা হয়েছে।
এ সময়ে সকল প্রকার সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশি অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা তার অধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
৩০ আগস্ট রাত সোয়া ১১টার দিকে এক নারী শিক্ষার্থী রাত সাড়ে ১১টার দিকে বাসায় প্রবেশ করতে গেলে দারোয়ানের সঙ্গে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে দারোয়ান তাকে মারধর করেন। ঘটনায় খবর পেয়ে কয়েকজন শিক্ষার্থী সেখানে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। অন্যদিকে শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের হল মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ান
