কোন কোন দেশ পেল টি-২০ বিশ্বকাপের টিকিট?

italy cricket team

প্রথমবারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ফুটবলে বিশ্বকাপজয়ী ইটালি। গতকাল শুক্রবার নেদার‌ল্যান্ডসের বিপক্ষে হেরেও পয়েন্ট টেবিলে তারা ক্রিকেটেও বিশ্বমঞ্চে যাওয়ার সুযোগ পায়।

একই দিনে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডসও। এই দুই দেশ মিলিয়ে এখন পর্যন্ত ১৫টি দেশ ২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছে।

এখন পর্যন্ত যেসব দেশ টি-টুয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে তাদের মধ্যে অন্যতম ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইটালি ও নেদারল্যান্ডস।

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ২০২৪ সালের মতোই ২০২৬ সালেও ২০ দল খেলবে টি-টুয়েন্টি বিশ্বকাপে।

এর মধ্যে আয়োজক-স্বত্ব পেয়ে ভারত ও শ্রীলঙ্কা ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে ২০২১ সালেই।

এর আগে ২০২৪ বিশ্বকাপে বাংলাদেশ সুপার এইটে উঠায় ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করে।