পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য একটি বাস প্রদান করেছে।
পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আলী আফজালের নিকট আনুষ্ঠানিকভাবে বাসের চাবি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. হাবিবুর রহমান।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, “ব্যাংক শুধু মুনাফা অর্জনের জন্যই ব্যবসা করে না, এর বাইরেও সামাজিক দায়িত্ববোধ রয়েছে।
“এই অনুদান অত্র অঞ্চলের শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী দুই প্রতিষ্ঠানের মাঝে সৌহার্দ্য-সম্প্রীতির সেতুবন্ধন ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসেবে কাজ করবে।”
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের সিলেট বিভাগের বিভাগীয় প্রধান ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
