বাংলাদেশে যাত্রার অপেক্ষায় থাকা একটি ট্রেনের টয়লেটে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে।
এই ঘটনায় চলন্ত ট্রেন থেকেই ট্রেনটির একজন কর্মীকে আটক করেছে পুলিশ।
ঢাকার পুলিশ জানিয়েছে, ঘটনার সময় রংপুর এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রংপুরে যাওয়ার জন্য অপেক্ষায় ছিল।
ট্রেনটি চলন্ত অবস্থায় একজন নারী রেলওয়ে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ করার পর দায়িত্বরত এনাউন্সারকে (পিএ অপারেটর) আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার।
বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, গেল মাসে দক্ষিণ এশিয়ার দেশটিতে ৪৫ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন।
অধিকার কর্মীদের অভিযোগ, বিচার ব্যবস্থার দুর্বলতার কারণে দেশটিতে নারীরা নানা ধরণের নিপীড়নের শিকার হচ্ছেন।