‘টুইটার কিলার’: জাপানে ৩ বছর পর মৃত্যুদণ্ড কার্যকর

৯ জনকে হত্যার দায়ে তাকাহিরো শিরাইশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে জাপান, যা প্রায় ৩ বছরের মধ্যে দেশটিতে সর্বোচ্চ শাস্তি প্রয়োগের প্রথম ঘটনা।

গত অক্টোবরে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সরকার গঠনের পর এটিই জাপানের প্রথম কার্যকর হওয়া মৃত্যুদণ্ড।

এর আগে ২০২২ সালের জুলাইয়ে সবশেষ মৃত্যুদণ্ড কার্যকর করেছিল জাপান।

তাকাহিরো শিরাইশির বিরুদ্ধে ২০১৭ সালে টোকিওর কাছে নিজের অ্যাপার্টমেন্টে ৮ নারী ও একজন পুরুষকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ছিল।

বিচারে দোষী সাব্যস্ত হওয়ায় শুক্রবার তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে জাপান।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ভুক্তভোগীদের সাথে যোগাযোগ করার কারণে তিনি ‘টুইটার কিলার’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন।

জাপানের বিচারমন্ত্রী কেইসুকে সুজুকি বলেছেন যে, অপরাধী ‘অত্যন্ত স্বার্থপর’ উদ্দেশ্যে ‘সমাজে বিরাট ধাক্কা এবং অস্থিরতা সৃষ্টি’ করেছিলেন।

এর আগে ২০০৮ সালে টোকিওতে ছুরিকাঘাতে জড়িত এক ব্যক্তির মৃত্যুদণ্ড ২০২২ সালের জুলাইয়ে কার্যকর করেছিল জাপান।

জাপানের বিচারমন্ত্রী জানিয়েছেন, দেশটিতে বর্তমানে ১০৫ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী রয়েছে।