নীল নকশা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না : জামায়াত

চাপে পড়ে সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কিনা এটা নিয়ে একটি প্রশ্ন আছে
বলে মন্তব্য করেছে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।


রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা বলেন প্রধান উপদেষ্টার সাথে দেশের বর্তমান পরিস্থিতি,নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনকে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য কি কি করণীয়,বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র এ সকল বিষয়ে প্রায় এক ঘন্টার বেশি সময় খোলামেলা আলোচনা হয়েছে।



জামায়াত নেতারা জানান, অল্প সংখ্যক দল ঐক্যমত কমিশনের সংস্কার বাস্তবায়নে বিরোধীতা করছে। তবে জামায়াত ১৯ টি বিষয়ে ঐক্যমতে পৌঁছেছি কিন্তু এটা বাস্তবায়ন এবং আইনে ভিত্তিতে দুই একটি দল বাধা দিচ্ছে।

নির্বাচন রোজার আগে হবে এ বিষয়ে জামাতের কোন দ্বিমত নেই জানিয়ে তারা বলেন জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়া এটা একটি ভুল সিদ্ধান্ত। লেভেলপেয়ারিং ফিল্ডের পরিবেশ ক্ষুন্ন হয়েছে এছাড়া পিয়ার পদ্ধতি এবং সনাতন পদ্ধতি দুটি নিয়ে আলোচনা করতে হবে জানান তারা। 

অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দিকে দেশ যদি না যেয়ে নীল নকশার নির্বাচনের দিকে যায় তাহলে রাজনৈতিক শক্তি এবং জনগণ সেটা মেনে নেবে না বলে মন্তব্য করেন তারা