ইসরাইল-ফিলিস্তিন: দ্বি-রাষ্ট্র সমাধানে জাতিসংঘে সম্মেলন ২৮-২৯ জুলাই

জাতিসংঘ

যুদ্ধবিরতি নিয়ে কাতারের দোহায় আলোচনার মধ্যেই গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।

শুক্রবার ভোর থেকে ইসরাইলি হামলায় ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে ২৭ জনই ত্রাণ সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, গত ৬ সপ্তাহে অন্তত ৮০০ ফিলিস্তিনি শুধু ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি হামলায় নিহত হয়েছে।

হাজার হাজার মৃত্যু আর ধ্বংসস্তুপের পর ইসরাইল-ফিলিস্তিনি সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানে সম্মেলনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আগামী ২৮-২৯ জুলাই জাতিসংঘের এই আন্তর্জাতিক সম্মেলন হবে।

গত জুনের মাঝামাঝিতে সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইরানে ইসরাইলের আকস্মিক হামলার কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।

সে সময় জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলনটি আহ্বান করেছিল, তাতে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ সভাপতিত্ব করার কথা ছিল।