চলমান শিক্ষা ব্যবস্থা ও রাজনীতি তরুণ মেধাবীদের ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলনের নবীনবরণ অনুষ্ঠানে তিনি বলেন, “আবরার ফাহাদকে যারা হত্যা করেছে, তারা সবাই মেধাবী। কিন্তু অসৎ সঙ্গের কারণে তারা খুনিতে পরিণত হয়েছে।”
দুর্নীতিকে দেশের প্রধান সমস্যা উল্লেখ করে ফয়জুল করীম বলেন, “দুর্নীতি করে শিক্ষিতরা। মানে আমাদের দেশে শিক্ষা আছে, কিন্তু সেই শিক্ষা আদর্শ মানুষ তৈরি করছে না।”
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর বলেন, “ইসলাম রাষ্ট্র ক্ষমতায় থাকলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবি ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আবু বকর সিদ্দিক।
