স্টার সিনেপ্লেক্সের ২১ বছর পূর্তিতে ‘ফ্রি টিকেট’ পাবেন যেভাবে

বিনোদন প্রতিবেদক

২১ বছর পূর্তিতে দর্শকদের বিশেষ উপহার দিতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স।

মঙ্গলবার দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শকরা বিনামূল্যে টিকেট নিয়ে মুভি দেখার সুযোগ পাবেন।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

“দর্শকরাই স্টার সিনেপ্লেক্সের চালিকাশক্তি। আমাদের এই মাল্টিপ্লেক্সের যে বিস্তৃতি ঘটেছে তা সম্ভব হয়েছে দর্শকদের ভালোবাসার কারণে”, বলেন মেসবাহ উদ্দিন আহমেদ।

যেভাবে মিলবে স্টার সিনেপ্লেক্সের ‘ফ্রি টিকেট’

দর্শকদের জন্য ৮ অক্টোবরের সব শোতে ফ্রি টিকেটের অফার রেখেছে স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটির সব শাখায় এই সুযোগ থাকছে।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, এদিনের কোন সিনেমার জন্য একটি টিকেট কিনলে দর্শকদের উপহার হিসেবে আরেকটি টিকেট ফ্রি দেয়া হবে।

অর্থাৎ, ৮ অক্টোবরের শো দেখতে একটি টিকেট কিনলে দর্শকরা পাবেন দুটি টিকেট।

এদিন স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে দেশি-বিদেশি ৫টি চলচ্চিত্র। বিদেশি ৩টি চলচ্চিত্রের সঙ্গে বাংলাদেশের ‘সাবা’ ও ‘বাড়ির নাম শাহানা’ এর প্রদর্শনী থাকবে ৮ অক্টোবর।

টিকেট কাটার নিয়ম ও টিকেটের মূল্য

আগ্রহীরা স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইট থেকেই টিকেট কিনে নিতে পারবেন। এছাড়া শো শুরু হওয়ার আগে হলের অনলাইন কাউন্টার থেকেও টিকেট কাটা যাবে।

হল ও আসন অনুযায়ী স্টার সিনেপ্লেক্সের টিকেটের দাম কমবেশি হয়ে থাকে।

স্টার সিনেপ্লেক্সের টিকেট কিনতে সর্বনিম্ন ৩৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৮০০ টাকা পর্যন্ত খরচ পড়ে।

স্টার সিনেপ্লেক্সের হলসংখ্যা বাড়ছে

বাংলাদেশের চলচ্চিত্রের মান কমে যাওয়ার পাশাপাশি সিনেমা হলের পরিবেশ খারাপ হতে থাকায় দর্শকরা যখন বড় পর্দা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলো, সে রকম একটি সময়ে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স।

২০০৪ সালে স্টার সিনেপ্লেক্সের যাত্রা দর্শকদের ভিন্ন মাত্রা দেয়। আধুনিক সুযোগ-সুবিধার সঙ্গে দেশি-বিদেশি চলচ্চিত্রের প্রদর্শনী প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়েছে।

বর্তমানে বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সের ২২টি হলে দর্শকরা সিনেমা দেখতে পারছেন।

আগামী বছরের মধ্যে এই সংখ্যা আরও বাড়বে বলে বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে হল কর্তৃপক্ষ।

এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দর্শকরা ভালো মুভি দেখতে চায়। তারা যেন নিরাপদে ও উন্নত পরিবেশে সেটি উপভোগ করতে পারে, তা নিশ্চিত করার চেষ্টা করেছি আমরা।”

দর্শকদের চাহিদা পূরণে নিজেদের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা জানিয়েছেন তিনি।

মেসবাহ উদ্দিন আহমেদের ভাষ্য, “শুধু বিদেশী মুভি-নির্ভরতা নয়, আমরা চাই বাংলাদেশে নিয়মিত ভালো সিনেমা হোক। বাংলাদেশের মুভি দেখতে সবসময় হলে ভীড় থাকুক।”