সীমানা পুনর্নির্ধারনের প্রতিবাদে ফরিদপুরে মহসড়কে বিক্ষোভ

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারনের প্রতিবাদে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে ৩ ঘণ্টা বিক্ষোভ দেখিয়েছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দারা।

গাছ ফেলে অবরোধ করায় শুক্রবার সকালে এই দুই মহাসড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারনের যে তালিকা প্রকাশ করেছে, তাতে ফরিদপুর-৪ আসনে বড় পরিবর্তন আসে।

এতে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে নেয়া হয়েছে।

এর প্রতিবাদেই ক্ষুব্দ হয়ে স্থানীয় বাসিন্দারা সকাল ৯টার দিকে মহাসড়ক অবরোধ করেন, পরে বেলা ১২টার দিকে তারা অবরোধ তুলে নেন।

আলগী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানিয়েছেন, সংসদীয় আসনের সীমানা আগের মত না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।