কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিল থেকে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্টার সহিবুর রহমান স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানান, নাগেশ্বরী হলি কেয়ার ক্লিনিক ভবনের মালিক স্বপনকে শুক্রবার রাত থেকেই পাওয়া যাচ্ছিলো না।
ভোরে নামাজ পড়তে আসা মুসুল্লিরা ক্লিনিকের পিছনের গোদ্বারের পাড় বিলে কচুরিপানার নীচে তার লাশ ভাসতে দেখেন।
নাগেশ্বরী থানা পুলিশ এ ঘটনায় নিহতের সৎ ভাই আবু তালহাকে আটক করেছে।
