ঢাকায় এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবিতে ‘শাটডাউন’ কর্মসূচি

চেয়ারম্যানের অপসারণের দাবিতে ঢাকার আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে।

কর্মসূচি ঘিরে এনবিআর ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ রোববার সকাল পৌঁণে ১০ টার দিকে এই কর্মসূচি শুরু করে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে তারা এনবিআর ভবনের সামনে অবস্থান নিয়েছেন।

ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশ নিয়েছেন।

দুটি ফটকই বন্ধ থাকায় এনবিআর ভবনে কোন সেবা প্রার্থী ঢুকতে পারছেন না।

তবে কর্মসূচি শুরুর আগেই বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে এনবিআর ভবনে ঢুকে যেতে দেখা যায়।

এনবিআর বিলুপ্ত করতে গত মাসে সরকারি উদ্যােগ শুরু হওয়ার পর থেকেই এই অচলাবস্থা শুরু হয়েছে।

দফায় দফায় আন্দোলন চলায় এনবিআরের সেবাপ্রার্থীরা বেশ কিছুদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন।

আন্দোলনকারীরা বলছেন, তারা রাজস্ব ব্যবস্থার যৌক্তিক সংস্কার চান।

একইসঙ্গে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ ছাড়া তারা কোন আলোচনায় বসতে চান না।

তাদের দাবির মধ্যে রয়েছে, এনবিআর বিলুপ্ত করে জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং সব অংশীজনের মতামত নিয়ে রাজস্বব্যবস্থার সংস্কার করতে হবে।