ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গত বছরের জুলাই মাসে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ৯১তম সিন্ডিকেট সভায় তদন্ত কমিটি কমিটি গঠন করার তথ্য দিয়েছে রেজিস্ট্রার দপ্তর।
কোটা আন্দোলন চলাকালে প্রশাসনিক ভবনের নিচে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর এ কে আরাফাতের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন।
অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ে কমিটি না থাকলেও হামলাকারীরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

1 thought on “কোটা আন্দোলনে হামলা: ১ বছর পর ববিতে তদন্ত কমিটি”
Comments are closed.