বাংলাদেশকে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়েছে সংযুক্ত আরব আমিরাত। সিরিজ নির্ধারণী ম্যাচে তারা টাইগারদের হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে, ৫ বল হাতে রেখেই।
বাংলাদেশের দেয়া ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.১ ওভারে ১৬৬ রান তুলে আমিরাত।
শুরুতে বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করলেও আলিশান (৬৮ রান) ও আসিফ খানের (৪১ রান) ব্যাটে আমিরাত সহজেই জয় পেয়ে যায়।
বাংলাদেশের শরীফুল ইসলাম ও রিশাদ হাসান ছাড়া সব বোলারই ছিলেন খরুচে।
এই সিরিজ শুরুর আগে বাংলাদেশের সঙ্গে কোন টি-২০ ম্যাচেই জিততে পারেনি আমিরাত। ১৫ নম্বর অবস্থানে থাকা দলটি দ্বিতীয় ম্যাচেই দুইশ’ রান টপকে জয় নিয়ে ইতিহাস গড়ে।
এবার সিরিজ জিতে রুপকথার এক টুর্নামেন্ট শেষ করলো মরুর দেশের ক্রিকেটাররা। আর বাংলাদেশ পেল এক লজ্জার হার।
টস হেরে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সিরিজ নির্ধারণী ম্যাচে মূলত বোলারদের ব্যাটে লড়াইয়ের কিছুটা পুঁজি পেয়েছিল টাইগাররা।
শুরুর ধ্বস সামলিয়ে শেষদিকে দ্রুত কিছু রান যোগ করেন তারা।
তাতে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে সংযুক্ত আরব আমিরাতকে ১৬৩ রানের টার্গেট দিতে পারে তানজিদ-অনিকরা।
উইকেট কিপার জাকের আলী অনিকের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪১ রান। মূলত তার ব্যাটেই ম্যাচে ফিরে আসে টাইগাররা।
দুই বোলার হাসান মাহমুদ (২৬ রান) ও শরীফুল ইসলাম (১৬) শেষদিকে গুরুত্বপূর্ণ রান যোগ করেছেন স্কোর বোর্ডে।
সংযুক্ত আরব আমিরাতের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন হায়দার আলী।
টসে হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশের ব্যাটিং লাইনআপ শুরুতেই ধুঁকতে থাকে। ওপেনার তানজীদ হাসান ১৮ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেললেও অন্য প্রান্তে কেউ দাঁড়াতে পারেন নি।
বাংলাদেশের ৩ জন ব্যাটসম্যান আউট হয়েছেন ০ রানে, ১০ এর কম রানে আউট হয়েছে ৬ জন প্লেয়ার।
টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা জয় পেলেও হেরে যায় দ্বিতীয় ম্যাচে।
শারজায় তৃতীয় ম্যাচ জিতে শিরোপাও নিজেদের ঘরেই রাখলো আমিরাত।
Bd vs Uae ম্যাচের লাইভ আপডেট এখানেই শেষ!