বাংলাদেশে মাদকাসক্তদের জন্য আলাদা কারাগার তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার ঢাকায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনায় মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর হওয়ার বার্তা দিয়েছেন তিনি।
সরকারি জরিপ অনুযায়ী বাংলাদেশে এখন মাদকাসক্তের সংখ্যা প্রায় ৮৩ লাখ, যা দেশটির জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ঢাকার গণমাধ্যমে নিয়মতিই মাদকে জড়িয়ে তরুণদের অপরাধ সংঘটনের তথ্য আসছে।
মাদকের কারনে দেশের অর্থনীতিও যে ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে’, সে বার্তাও দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
অভিযোগ রয়েছে, পাশের দেশ মিয়ানমার থেকে সহজেই বাংলাদেশে মাদকদ্রব্য ছড়িয়ে পড়ছে।
মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে দাবি করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “মাদকদ্রব্যের রিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযান অব্যাহত থাকবে।”
যদিও বুধবার মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাকে।
ঢাকার এলিট সমাজে মাদকের ‘গডফাদাররা’ ঘুরে বেড়াচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, “গডফাদারদের রেখে মাদকের বাহকদের ধরে কোন লাভ হবে না।”