এশিয়া কাপে ব্যর্থ হয়েছেন বাংলাদেশ দল। পাকিস্তানের কাছে হারের পর উঠে চরম সমালোচনার ঝড়। ফাইনালে যাওয়ার সুযোগ থাকলেও বাজে পারফরম্যান্স করে আসর থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশ দলকে। বাংলাদেশের দলগত এমন পারফরম্যান্সের জন্য ক্ষমা চেয়েছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিটন দাস লিখেছেন, ‘২০২৫ সালের এশিয়া কাপে আমাদের সর্বোচ্চটা দিয়েছিলাম। আমাদের প্রধান লক্ষ্য ছিল এশিয়া কাপের ফাইনালে যাওয়া এবং শিরোপা জেতা। কিন্তু দুর্ভাগ্যবতশ, আমরা সেটা করতে পারিনি। দল হিসেবে আমরা বাংলাদেশের সকল সমর্থকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’
‘ব্যক্তিগতভাবে বলতে গেলে, চোটের কারণে শেষ দুটি ম্যাচে খেলতে না পারাটা হৃদয়বিদারক ছিল। একই কারণে আসন্ন আফগানিস্তান সিরিজেও আমি অংশ নিতে পারব না। আমি সুস্থ হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পারিনি এবং এটি আমাকে দীর্ঘ সময়ের জন্য কষ্ট দেবে।’
বাংলাদেশের মানুষ বিশ্বের সেরা সমর্থক উল্লেখ করে লিটন আরও লেখেন, ‘পরিশেষে, আসরজুড়ে আপনাদের সকলের প্রতি অভূতপূর্ব সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। ক্রীড়াবিদ হিসেবে, বিশ্বের সেরা সমর্থকদের পেয়ে আমরা সত্যিই সৌভাগ্যবান। আশা করি, খুব শীঘ্রই আমরা আপনাদের প্রাপ্য জিনিসটি ফিরিয়ে দিতে সক্ষম হব।’
উল্লেখ্য, বাংলাদেশ গ্রুপপর্বে ভালো করে সুপার ফোরে যাওয়ার পর অলিখিত সেমিফাইনালে খেলা ছিল পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচে বোলারদের দুর্দান্ত বোলিংয়ের পরও ব্যাটারদের ব্যর্থতায় ফাইনালে যাওয়া হয়নি বাংলাদেশের। সহজ ম্যাচ হাতছাড়া হওয়ায় সেসময় সমর্থকেরা বেশ চটেছিল।
