দেশ ডুবে যাচ্ছে, গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে সরকার: জাপা

বাংলাদেশ একটি ক্রান্তি লগ্ন অতিক্রম করছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

শনিবার ঢাকায় এক সমাবেশে অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, “দেশ ডুবে যাচ্ছে। সরকার চেয়ে চেয়ে দেখছে।”

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টি তাদের গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তি, দলের চেয়ারম্যানসহ নেতাদের নামে হওয়া মামলা প্রত্যাহার, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মব ভায়োলেন্স বন্ধের দাবিতে শুক্রবার এই সমাবেশের ঘোষণা দিয়েছিল।

তবে শনিবার সমাবেশের সময় পেরিয়ে গেলেও জাতীয় পার্টি সেই সমাবেশের অনুমতি পায়নি। উল্টো দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশকে অবস্থান নিতে দেখা যায়।

এসময় জাতীয় পার্টির কর্মীরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

এক পর্যায়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য শুরু করেন জাপা নেতারা।

সেখানে শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করে বলেন, “দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার।”

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে জাতীয় পার্টি।