‘আইনপ্রয়োগকারী সংস্থার নামে’ কারাবন্দি ইনুর বক্তব্য রেকর্ডের অভিযোগ জাসদের

বাংলাদেশের কারাগারে গোপনে হাসানুল হক ইনুর বক্তব্য রেকর্ড করার অভিযোগ করেছে তার রাজনৈতিক দল জাসদ।

শুক্রবার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে জাসদ দাবি করেছে, হাসানুল হক ইনুর আইনজীবী ও পরিবারকে না জানিয়ে ‘আইনপ্রয়োগকারী সংস্থার নামে গোপনে’ কারাগারে গিয়ে তার ভয়েস রেকর্ড করা হয়েছে।

জাসদের অভিযোগের বিষয়ে বাংলাদেশের কারা কর্তৃপক্ষের বক্তব্য জানতে পারেনি বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকম।

দেশটিতে গেল আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর হত্যা মামলায় কারগারে আছেন জাসদ সভাপতি ইনু।

ইনুর দলের শঙ্কা, গোপনে রেকর্ড করা বক্তব্য প্রযুক্তির ব্যবহারে পরিবর্তন করে তার বিরুদ্ধেই সাক্ষ্য হিসেবে আনা হতে পারে।

জাসদের দাবি, বাংলাদেশে এখন ‘একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে পূর্বনির্ধারিত রায় দিয়ে’ ইনুসহ মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিদের ‘বিচারিক হত্যার’ তোড়জোড় চলছে।

ঢাকার অন্তর্বর্তী সরকারকে ‘অবৈধ’ উল্লেখ করে চলমান বিচারপ্রক্রিয়ার ‘বৈধতা’ নিয়েও প্রশ্ন তুলেছে জাসদ।

দলটি এসবের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।