মৃত্যু ছাড়া উপদেষ্টাদের সেইফ এক্সিট নেই: সারজিস আলম

উপদেষ্টাদের সেইফ এক্সিট নিয়ে আলোচনার মধ্যে এবার বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার দুপুরে নওগাঁ এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, কিছু উপদেষ্টা দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নেয়ার চিন্তা করছেন।

উপদেষ্টাদের সমালোচনা করে সারজিস আলম বলেন, “এত এত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে দায়িত্ব পালনে যদি উপদেষ্টারা ভয় করেন, তাহলে তাদের এই দায়িত্ব পালনের প্রয়োজন নেই।

“যারা এ ধরনের চিন্তা করেন, তাদের জন্য মৃত্যু ছাড়া কোন সেইফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যাক, বাংলাদেশের মানুষ তাদের ধরবে।”

আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে উল্লেখ করে সারজিস আলম বলেছেন, “শাপলা প্রতীকে আইনগত কোন বাধা নেই। তারপরও নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতামূলক আচরন করছে, না হলে কারো চাপে পড়ে এরকম করছে। এটা কখনো মেনে নেওয়া হবে না।”

1 thought on “মৃত্যু ছাড়া উপদেষ্টাদের সেইফ এক্সিট নেই: সারজিস আলম”

Comments are closed.