গাজা শহরে প্রচণ্ড ও একের পর এক বোমা হামলার শিকার হচ্ছেন ফিলিস্তিনিরা। এমনকি ইসরাইলি সেনাবাহিনী গাজার উত্তরাঞ্চলীয় শহর দখল করার জন্য স্থল অভিযান শুরু করেছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এমন তথ্যই জানিয়েছে।
এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৬ বছর বয়সী জমজ শিশুসহ আরো ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
কাতারের রাজধানী দোহায় আরব ও ইসলামী বিশ্বের নেতারা শীর্ষ সম্মেলন করেছে। কাতারের ওপর ইসরাইলের “কাপুরুষোচিত” আক্রমণের পাশাপাশি গাজায় “গণহত্যার” নিন্দা জানিয়েছেন তারা।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দৃৃঢ়তার সাথে বলেন, ইসরাইল আর কাতারে আক্রমণ করবে না।
আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে লুক্সেমবার্গ। সম্প্রতি লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন এবং পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেটেল একটি সংসদীয় কমিশনকে একথা জানিয়েছে।
চলতি বছরের ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন ফ্রান্স এবং সৌদি আরব ফিলিস্তিনের স্বীকৃতি সংক্রান্ত একটি বৈঠক যৌথভাবে আয়োজন করবে।
