নারী বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার দল ঘোষণা

আইসিসির নারী বিশ্বকাপ শুরু হবে সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ থেকে। এ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। বুধবার ঘোষিত এ দলের অধিনায়ক হিসেবে থাকবেন চামারি আতাপাত্তু।

অভিজ্ঞ স্পিনার উদেশিকা প্রবোধনি দলে ফিরেছেন। ব্যাটার ইমেশা দুলানি ত্রিদেশীয় সিরিজে বাদ পড়েছিলেন। বিশ্বকাপের স্কোয়াডে তিনিও দলে ফিরেছেন। বাদ পড়েছেন রাশ্মিকা সিয়ান্ডি, মানুদি নানায়াক্করা এবং হানসিমা করুণারত্মে।

আসরের উদ্বোধনী ম্যাচ খেলবে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। এরপর ৪ অক্টোবর অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে খেলবে আতাপাত্তুর দল। ২০ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে লঙ্কানরা।

শ্রীলঙ্কার ঘোষিত দল:
চামারি আতাপাত্তু (অধিনায়ক), হারশিতা সামারাবিক্রমা, বিশমি গুণারত্মে, নিলাকশিকা সিলভা, কবিশা দিলহারি, আনুশকা সঞ্জীওয়ানি, ইমেশা দুলানি, হাসিনি পেরেরা, অচিনি কুলাসুরিয়া, পিউমি ওয়াথসালা, দেউমি বিহাঙ্গা, মালকি মাদারা, উদেশিকা প্রবোধনি, সুগান্দিকা কুমারী, ইনোকা রানাবীরা।