স্পেনে উদযাপিত হলো ঐতিহ্যবাহী লা টমাটিনা উৎসব বা টমেটো উৎসব। রীতি অনুযায়ী এবারও ১২০ টন টমেটো দিয়ে খেলায় মেতেছিলেন হাজার হাজার মানুষ। একে অপরের দিকে টমেটো ছুড়ে মেতেছেন আনন্দ উল্লাসে।
প্রতিবছরের মতো এবারও আগস্টের শেষ বুধবার স্পেনে টমাটিনা উৎসব হয়। লা টমাটিনা উৎসবের ৮০তম বার্ষিকীর এ উৎসবে গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করেছেন। উৎসবে বিশাল ফিলিস্তিনি পতাকা মেলে ধরে গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি করে হাজার হাজার স্প্যানিশ ও ভিনদেশি দর্শনার্থীরা।
১৯৪৫ সাল থেকে উদযাপিত হয়ে আসছে উৎসবটি। স্প্যানিশ ভাষায় এটিকে বলা হয় ‘লা টমাটিনা’। রীতি অনুযায়ী প্রতিবছরের মতো এবারও বিশেষভাবে উৎপাদিত প্রায় ১২০ টন টমেটো দিয়ে খেলায় মেতে উঠেন সবাই।
স্প্যানিশদের একজন বলেন, ‘জীবনে একবার হলেও এমন কিছুর অভিজ্ঞতা নেয়া উচিত। তবে, চাইলেই যে কেউ এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন না। কারণ, এই উৎসবটিতে শুধু ১৮ বছর এবং তার চেয়ে বেশি বয়সীরাই অংশ নিতে পারে। এই উৎসবে অংশ নেয়ার পর দর্শকরা যে শুধু মজা করে তাই নয়। গায়ে টমেটো মাখানোর কাজে তাদের স্কিনেও ফিরে আসে হারানো উজ্জ্বলতা।
