বিশ্বকাপ বাছাইয়ে মেসিসহ আর্জেন্টিনার চূড়ান্ত দলে যারা

সেপ্টেম্বর মাসে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এ বাছাইপর্বের জন্য ২৯ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। লাতিন অঞ্চলের বাছাইয়ে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

সেপ্টেম্বরে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে খেলবে লিওনেল মেসির দল। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বিশ্বজয়ী মেসিরা ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় বুয়েন্স আয়ার্সে ভেনেজুয়েলা ও ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় ইকুয়েডরের মাটিতে নামবে।

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার চূড়ান্ত দল:
এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুল্লি, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, লিওনার্দো ব্যালের্ডি, জুয়ান ফয়েথ, নিকোলাস তাগলিফিয়াকো, মার্কাস আকুনা, জুলিও সোলের, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এজকুয়েল প্যালাসিওস, অ্যালান ভারেলা, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, নিকো পাজ, রদ্রিগো ডে পল, জিওভান্নি লো সোলসো, ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাসতানতুনো, ভ্যালেন্টিনো কার্বোনি, জুলিয়ান সিমিওনে, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, লৌতারো মার্টিনেজ, জোসে ম্যানুয়েল লোপেজ এবং লিওনেল মেসি।