ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এর আগে ২০১৯ সালে সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।

সে নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের নুরুল হক নুর ভিপি এবং ছাত্রলীগের গোলাম রাব্বানী জিএস ও সাদ্দাম হোসেন এজিএস নির্বাচিত হন।

মঙ্গলবার বিকালে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, যা নিয়ে ৬ আগস্ট পর্যন্ত আপত্তি গ্রহণ করা হবে। এরপর ১১ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা।

১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে, ১৯ আগস্ট পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

মনোনয়নপত্র বাছাই করা হবে ২০ আগস্ট পর্যন্ত, এরপর ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ আগস্ট পর্যন্ত, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট।

৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপর ভোট গণনা করে ঐদিনই সিনেট ভবনে ফল প্রকাশ করা হবে।