কামরুল হাসান, জবি প্রতিনিধি
জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ‘জুলাই গণঅভ্যুত্থান জাতীয় বিতর্ক উৎসব’ এর আয়োজন করতে যাচ্ছে।
২৫ জুলাই আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাছাইকৃত ৩২টি দল অংশ নেবে।
২৬ জুলাই আন্তঃস্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতায় ১৬টি স্কুল ও ১৬টি কলেজ অংশগ্রহণ করবে।
এছাড়া ২ আগস্ট জবির ৪০টি বিভাগের মধ্যে ১টি করে দল অংশগ্রহণ করবে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায়।
এর আগে ১৪ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত চলবে মোশন প্রতিযোগিতা।
প্রতিযোগিতা পরিচালিত হবে এশিয়ান সংসদীয় পদ্ধতিতে। প্রতিটি ধাপে বিতার্কিকদের যুক্তি, বিশ্লেষণ ও নৈতিক অবস্থানের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।
উৎসবের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ৫ আগস্ট। এদিন ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী শেষে সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক আয়োজন।
পুরস্কার হিসেবে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজয়ী দল ৩০ হাজার এবং রানার্সআপ দল ১৫ হাজার টাকা পাবে। ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ পাবে ৫ হাজার টাকা।
স্কুল-কলেজ পর্যায়ে বিজয়ী দল ২০ হাজার ও রানার্সআপ দল ১০ হাজার টাকা পাবে।
‘ডিবেটার অব দ্য স্কুল’ ও ‘ডিবেটার অব দ্য কলেজ’ বিজয়ী বিতার্কিকরা পাবেন ৫ হাজার টাকা।
প্রতিটি বিভাগেই থাকবে ক্রেস্ট, সনদ ও স্মারক উপহার।