স্কোর: পাকিস্তান ১১০/১০ (১৯.৩ ওভার)
বাংলাদেশ ১১২/৩ (১৫.৩)
পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টি-২০ সিরিজে শুভ সূচনা করেছে টাইগাররা।
তাসকিন-মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পর ইমন-হৃদয়ের ব্যাটে সহজেই জয় পেয়ে যায় বাংলাদেশ ক্রিকেট দল।
৫৬ রান করে ম্যাচ সেরা হয়েছেন পারভেজ হোসেন ইমন।
৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশকে ১১১ রানের টার্গেট দেয় পাকিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি লিটন দাসদের। ৭ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর ৭৩ রানের জুটি গড়েন তৌহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন।
হৃদয় ৩৬ রানে থামলেও জয় নিয়ে মাঠ ছাড়েন ইমন। ৫ ছয়ে ৩৯ বলে ৫৬ রানের ঝলমলে ইনিংস আসে তার উইলো থেকে।
পাকিস্তানের পক্ষে ২ উইকেট নিয়েছেন সালমান মির্জা।
এর আগে শুরুতে ব্যাটিংয়ে নেমে টাইগারদের বোলিং তোপে ১১০ রানেই গুটিয়ে যায় পাক লাইনআপ।
মিরপুরে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই ক্যাপ্টেনের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে বেশি সময় নেন নি টাইগার বোলাররা।
দ্বিতীয় ওভারেই ওপেনার আইয়ুবকে মুস্তাফিজের ক্যাচে পরিণত করে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে আঘাত হানেন পেসার তাসকীন।
আরেক ওপেনার ফখর জামান এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে আসা-যাওয়ার মধ্যে থাকেন পাকিস্তানি ব্যাটসম্যানরা।
শেষ পর্যন্ত সালমান আগাদের সংগ্রহ দাঁড়ায় ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১০ রান।
পাক ব্যাটারদের ৭ জনের কেউই দুই অংকের রান সংগ্রহ করতে পারেন নি।
পাকিস্কানের হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ফখর জামান। এছাড়া খুশদীল শাহ ১৭ ও আব্বাস আফ্রিদি ২২ রান করেন।
বাংলাদেশের হয়ে তাসকীন আহমেদ ৩টি ও মুস্তাফিজুর রহমান ২টি উইকেট নেন।