বাংলাদেশে হতে যাওয়া এসিসি সভার সিদ্ধান্ত ‘বয়কটের’ হুমকি ভারতের

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অন্যতম পরাশক্তি ভারত। আগামী ২৪ জুলাই এ সংস্থার বার্ষিক সাধারণ সভা হওয়ার কথা রয়েছে বাংলাদেশে।

তবে সভার স্থান পরিবর্তন না করলে সভায় নেয়া যে কোনো সিদ্ধান্ত বর্জনের হুমকি দিয়ে রেখেছে ভারত।

ভারত ছাড়াও শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওমান ক্রিকেট বোর্ড সভায় অংশ নেবে না বলে জানিয়েছে।

ভারত ও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক উত্তেজনা এবার ছড়িয়ে পড়ল ক্রিকেট অঙ্গনেও। ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজন নিয়ে আগে থেকেই ছিল অনিশ্চয়তা, এখন সেটি আরও গভীর হল।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরবর্তী সভায়ও অংশগ্রহণ করবে না।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের নিউজে জানানো হয়েছে, বিসিসিআই ঢাকায় অনুষ্ঠিত সভায় যোগ দিচ্ছে না।

বিসিসিআই থেকে এসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান সভাপতি মহসিন নাকভিকে এ বিষয়ে জানানো হয়েছে।

সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে দেখানো হয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমান রাজনৈতিক উত্তেজনা।

ভারত বলছে, বিসিসিআইয়ের উপর চাপ প্রয়োগ করতেই এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি ঢাকায় সভা করতে চান। বিসিসিআই ছাড়া এ সভা সম্ভব না। কারণ এসিসির প্রধান সদস্য দেশগুলো ছাড়া কোন সিদ্ধান্ত নেয়া হলে সেটা অবৈধ বলে গণ্য হবে।

বিসিসিআই ছাড়াও শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওমান ক্রিকেট বোর্ড জানিয়েছে ঢাকায় সভা হলে তারা অংশ নেবে না।

২০২৫ এশিয়ান কাপ ভারতে হাওয়ার কথা থাকলেও ভারত ও পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে সেখানে খেলা নিয়ে সংশয় আছে।

ভারত থেকে ভেন্যু সরিয়ে সংযুক্ত আরব আমিরাত অথবা শ্রীলঙ্কায় নেওয়ার কথা উঠেছিল।