দেরি না করে অন্তর্বর্তী সরকারের দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গেল আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পালাবদল ঘটে যাওয়ার পর থেকেই দ্রুত নির্বাচনের দাবি তুলছে বিএনপি।
তবে দেশটির বেশকিছু রাজনৈতিক দল এর বিরোধিতা করে আসছে।
তারা নির্বাচনের আগে সংস্কার ও আওয়ামী লীগের নেতাদের বিচারের দাবি করছে।
সংস্কার প্রস্তাব তৈরির জন্য গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে কিছু বিষয় নিয়ে এসব দলের সঙ্গে আবার বিএনপির মতবিরোধ চলছে।
এর মধ্যে শনিবার ঢাকায় মির্জা ফখরুল বলেছেন, “গণতন্ত্রের পথ সুগম করতে রাজনৈতিক দলগুলোরও ঐকমত্যে পৌঁছাতে হবে।”
গণতন্ত্রের ‘পথ সুগম’ করার অংশ হিসেবে বিএনপি নেতারা নির্বাচনকেই সামনে আনছেন।
বাংলাদেশে কবে নাগাদ জাতীয় নির্বাচন হতে পারে, সে সম্পর্কে নির্বাচন কমিশন এখনো কোন আভাস দেয়নি।
তবে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর দুই পক্ষই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা জানিয়েছিল।
সবশেষ গেল সপ্তাহে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি বা এপ্রিলকে সময়সীমা ধরে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সারার নির্দেশ দিয়েছেন।