নতুন আপডেটে যুগান্তকারী পরিবর্তন এনেছে চ্যাটজিপিটি।
এখন থেকে চ্যাটজিপিটি নিজে চিন্তা করতে পারবে এবং মানুষের হয়ে বিভিন্ন কাজও করে দিবে।
ওপেনএআই বৃহস্পতিবার চ্যাটজিপিটিতে নতুন এবং অত্যাধুনিক ‘এজেন্ট মোড’ ফিচার চালু করেছে।
এর মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারীর পক্ষে অনলাইনে বিভিন্ন কাজ করতে পারবে; যা কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এজেন্ট মোড চালু হওয়ার ফলে ব্যবহারকারীরা কমান্ড দিয়েই বিভিন্ন কাজ চ্যাটজিপিটিকে দিয়ে করিয়ে নিতে পারবে।
ফলে চ্যাটজিপিটি এখন ইমেইল পাঠানো, ফাইল শেয়ার করা, ওয়েবসাইট ব্রাউজ করা, অ্যাপ চালু করা, এমনকি নির্দিষ্ট ওয়েব ফর্ম পূরণের মতো কাজও করতে পারবে।
ওপেনএআই জানিয়েছে, নতুন ফিচারটি পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারীকে দেয়া হয়েছে, ধাপে ধাপে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।
প্রযুক্তিবিদদের মতে, এজেন্ট মোডের ফলে এআই শুধু প্রশ্নের উত্তর দেওয়ার সীমাবদ্ধ থেকে বেরিয়ে এখন বাস্তব কাজেও সক্রিয় হবে।
তারা মনে করছেন, ভবিষ্যতে মানুষকে আর আলাদা আলাদা অ্যাপে গিয়ে কাজ করতে হবে না। বরং চ্যাটজিপিটি বা জেমিনির মত এআই সহকারী সব কাজের সমাধান করে দেবে। এ প্রযুক্তিকেই ‘এআই এজেন্ট’ বলা হচ্ছে।
এই পদক্ষেপের মাধ্যমে ওপেনএআই তাদের প্রতিদ্বন্দ্বী গুগলের সঙ্গে এআই প্রযুক্তির দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল।
গুগলও তাদের ‘জেমিনি’কে দিয়ে মানুষের অনলাইন কার্যক্রমকে আরও সহজ, স্বয়ংক্রিয় ও বুদ্ধিদীপ্ত করে তুলতে কাজ করছে।
বিশ্লেষকরা বলছেন, এই ধরনের তৎপরতা ভবিষ্যতে প্রযুক্তি ব্যবহারের ধরন বদলে দেবে, যেখানে এআই থাকবে মানুষের সিদ্ধান্ত ও কাজের কেন্দ্রে।