গ্লোবাল সুপার লিগে টানা তিন জয়ে ফাইনালের টিকেট আগেই নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স । সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে ম্যাচটি ছিল সৌম্য-সোহানদের ঝালিয়ে নেওয়ার উপলক্ষ। তবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামার আগে ব্যাটিংয়ে অল্প রানে গুটিয়ে গেল সোহানের দল।
যদিও গ্লোবাল সুপার লিগের প্রাথমিক পর্বের শেষ ম্যাচটিতে রংপুরকে হারতে হয়নি। বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচ।
গায়ানায় বৃহস্পতিবার বৃষ্টির কারণে প্রথম দফায় ১৭ ও পরে ১৪ ওভারে নেমে আসা ম্যাচে এক বল বাকি থাকতে মাত্র ৭৯ রানে অলআউট হয় রংপুর।
দুই অঙ্কে যেতে পারেন কেবল দুজন ব্যাটার। সাইফ হাসান ২২ বলে ১ চার ও ২ ছক্কায় ২৫ ও মাহিদুল ইসলাম ২০ বলে একটি করে চার ও ছক্কায় করেন সমান ২৫ রান।
বৃষ্টির বাগড়ায় দেড় ঘন্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না উইকেট। টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ও মুখোমুখি হওয়া প্রথম বলে শূন্য রানে আউট হন সৌম্য সরকার। আরেক ওপেনার ইব্রাহিম জাদরান ৫ রান করতে খেলেন ১২ বল।
তৃতীয় উইকেটে ৩০ বলে ৪১ রানের জুটি গড়েন সাইফ ও মাহিদুল। পরে আর কোনো জুটির রান দুই অঙ্ক স্পর্শ করেনি। অধিনায়ক সোহান করেন ৩ বলে ৫ রান, ইয়াসির আলি ও ইফতিখার আহমেদ করেন ৩ রান করে।
ইনিংস বিরতির সময় আবার বৃষ্টি নামায় ব্যাটিংয়ে নামতে পারেনি সেন্ট্রাল ডিসট্রিক্টস। ফাইনালে বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।